Ami Tomake Bhalobasi | Kidnap | Dev | Rukmini Maitra | Jubin Nautiyal | Jeet Gannguli | Raja Chanda - Jubin Nautiyal Lyrics
Singer | Jubin Nautiyal |
Music | Jeet Gannguli |
Song Writer | Raja Chanda |
Ami Tomake Bhalobasi Song Lyrics In Bengali :
আজ বলবে হঠাৎ কেউ এসে
হেসে আলতো চোখে চোখে।
তোর জন্য এসেছি আমি
ভালোবাসতে যে তোকে।
আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমাকে ভালোবাসি।
আসে পাশে কোনো দেশে
চেনা অচেনা ভোরে।
চোখে চোখে দেখি তোকে
অচেনা স্বপ্নের ঘোরে।
তোকে ঘিরে খুব ভিড়ে
রয়েছে রাতের তারা।
আনমনে গোপনে
ভেঙেছে রাতের পাহারা।
মন বলেছে এবার তুই এলে
যাবো আমরা নিরুদ্দেশে।
তোর জন্য যত পাগলামি
চল হাওয়ায় যাই ভেসে।
আজ বলবে হঠাৎ কেউ এসে
হেসে আলতো চোখে চোখে।
তোর জন্য এসেছি আমি
ভালোবাসতে যে তোকে।
আমি তোমাকে ভালোবাসি,
আমি তোমাকে ভালোবাসি।
আসে পাশে কোনো দেশে
চেনা অচেনা ভোরে।
চোখে চোখে দেখি তোকে
অচেনা স্বপ্নের ঘোরে।
তোকে ঘিরে খুব ভিড়ে
রয়েছে রাতের তারা।
আনমনে গোপনে
ভেঙেছে রাতের পাহারা।
মন বলেছে এবার তুই এলে
যাবো আমরা নিরুদ্দেশে।
তোর জন্য যত পাগলামি
চল হাওয়ায় যাই ভেসে।
0 Comments