Parineeta - Shreya Ghoshal Lyrics
Parineeta Bengali songs lyrics |
Singer | Shreya Ghoshal |
Singer | Arko |
Music | Arko |
Song Writer | Arko |
Parineeta Bengali songs lyrics
প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে।
স্বপ্ন সজাই, নিজেকে হারাই
দুটি নিয়নে রোজ নিশুতে যাই
তোমাকে, ও.. তোমাকে।
জেনেও তোমার আঁখি চুপ করে থাকে
রোজ দুইফোঁটা যেন আরও ভালো লাগে
গানে, অভিসারে, চাই শুধু বারেবারে
তোমাকে, ও.. তোমাকে।
যেদিন কানে কানে সব বলবো তোমাকে
বুকের মাঝে জাপ্টে ধরবো তোমাকে।
পথ চেয়ে রই, দেরি করোনা যতই
আর ভোলা যাবেনা জীবনে কখনোই,
তোমাকে, ও.. তোমাকে।
তুমি হাসলে আমার ঠোঁটে হাসি,
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমায় অনুরাগে
বোলো কিভাবে বোঝাই ভালোবাসি?
সব চিঠি সব কল্পনা জুড়ে
রং মিশে যায় রুক্ষ দুপুরে
সেই রং দিয়ে তোমাকে আঁকি
আর কিভাবে বোঝাই ভালোবাসি।
হ্যাঁ প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান সারাক্ষন দিতে চাই
তোমাকে, ও.. তোমাকে।
স্বপ্ন সজাই, নিজেকে হারাই
আর দুটি নিয়নে রোজ নিশুতে যাই
তোমাকে, ও.. তোমাকে ।
Parineeta English translation lyrics
I want to give my life,
I want to give my mind to all my meditation.
Dreaming,
losing myself in two terms,
I go to Nishu every day,
and .. to you.
Knowing that your eyes are silent every day makes the two loops feel better,
in the end,
I just want you, and you.
The day when I tell you all in the ear,
I will hold you in the middle of your chest.
Wait, don't be late and never forget in your life,
you, and ... you.
If you smile,
you smile on my lips, you really keep the zonaki zodiac sign next time you love me how do you mean?
All the letters blend colors throughout the imagination Draw you with those colors on a rough afternoon and I love how you understand.
Yes, I want to die,
I want to give my mind all the meditation I want you,
and .. you.
Dreaming,
losing myself and going to Nishu every day for two reasons.
#Parineeta Bengali lyrics #bengali songs lyrics
0 Comments