Ghum Jorano - Bappa Mazumder & Konal Lyrics
Ghum Jorano Lyrics |
Singer : Bappa Mazumder & Konal
Lyrics : Sharif Al Din
Tune : Nazir Mahamud
Music : Musfiq Litu
Album : Ghum Jorano
Label : Central Music and Video [CMV]
Ghum Jorano Lyrics in Bengali :
ঘুম জড়ানো দুচোখ মেলে
এই যে আমি সাজসকালে
তোমায় এসে দেখি। ..
তোমায়, ভালোবাসি বলেই তো নাকি
রংধনুটা পেড়ে এলে
বুকের সাদা কাঁশবনে
তোমার ছবি আঁকি
তোমায় , ভালোবাসি বলেই তো নাকি
আমি আনমনে অকারণে
তোমায় শুধু ডাকি
আনমনে অকারণে , তোমায় শুধু ডাকি
তোমায়, ভালোবাসি বলেই তো নাকি
তোমায়, ভালোবাসি বলেই তো নাকি
তোমার দিকে তাকিয়ে থাকি
না তাকানোর ছলে
তোমার কথা ভাবি বসে
ধূসর কোলাহলে। ...
আমি আনমনে অকারণে
তোমায় শুধু ডাকি
আনমনে অকারণে , তোমায় শুধু ডাকি
ভালোবাসি বলেই তো নাকি
তোমায়, ভালোবাসি বলেই তো নাকি
তোমার কোলে মাথা রাখি
না রাখারই মতো
তোমার একটু আদর পেতে
বায়না ধরি কত
আমি আনমনে অকারণে
তোমায় শুধু ডাকি
আনমনে অকারণে
তোমায় শুধু ডাকি
তোমায়, ভালোবাসি বলেই তো নাকি
তোমায়, ভালোবাসি বলেই তো নাকি
রংধনুটা পেড়ে এলে
বুকের সাদা কাঁশবনে
তোমার ছবি আঁকি
তোমায় , ভালোবাসি বলেই তো নাকি
আমি আনমনে অকারণে
তোমায় শুধু ডাকি
আনমনে অকারণে
তোমায় শুধু ডাকি
ভালোবাসি বলেই তো নাকি
তোমায়, ভালোবাসি বলেই তো নাকি
Ghum Jorano Lyrics in English :
Ghum Jorano Du-chokh Mele
Ei Je Ami Sajh-sokale Tomay Ese Dekhi
Tomay Valobashi Bolei to Naki
Rongdhonu-ta Pere Ene
Buker Sada Kash bone
Tomar Chobi Anki
Tomay Bhalobashi Bolei to Naki
Ami Anmone Okarone
Tomay Shudhu Daaki
Amone Okarone Tomay Sudhu Daki
Tomay Valobasi Bolei To Naki
Tomay Valobasi Bolei To Naki
Tomar Dike Takiye Thaki
Na Takanor Chole
Tomar Kotha Vabi Bose
Dhusor Kolahole (x2)
Ami Anmone Okarone
Tomay Sudhu Daki
Amone Okarone Tomay Sudhu Daki
Bhalobasi Bolei To Naki
Tomay Bhalobasi Bolei To Naki
Tomar Kole Matha Rakhi
Na Rakhari Moto
Tomar Ektu Ador Pete
Baayna Dhori Koto (x2)
Ami Anmone Akarone
Tomay Sudhu Daki
Anmone Akarone Tomay Sudhu Daki
Tomay Valobashi Bolei To Naki
Tomay Valobashi Bolei To Naki
Rongdhonu-ta Pere Ene
Buker Shada Kash bone
Tomar Chobi Aki
Tomay Valobasi Bolei to Naki
Ami Anmone Okarone
Tomay Sudhu Daki
Anmone Okarone Tomay Shudhu Daki
Tomay Bhalobasi Bolei To Naki
Tomay Bhalobasi Bolei To Naki
…
2 Comments
All lyrics available here
ReplyDeleteALL LYRICS AVAILABLE HERE
ReplyDelete