Tumi Jodi Chao Song Lyrics In Bengali | Dharmajuddha | Shreya Ghoshal - Lyrics

Tumi Jodi Chao | Dharmajuddha | Shreya Ghoshal - Lyrics

Tumi Jodi Chao Song Lyrics In Bengali
Tumi Jodi Chao Song Lyrics
Song - Tumi Jodi Chao
Singer - Shreya Ghoshal, Dev Arijit
Music - Indraadip Das Gupta
Lyrics - Ritam Sen
Track design- Subhadeep Mitra, Dev Arijit
Additional strings and strokes- Shamik Chakravarty
Electric Guitar- Aditya Shankar
Acoustic Guitar - Dev Arijit
Bass Guitar - Subhadeep Mitra
Mixing and Mastering- Subhadeep Mitra
Vocals recorded at Audio Garage studio Mumbai
Recordist- Amey Londhe

Tumi Jodi Chao Song Lyrics In Bengali :

তুমি যদি চাও, দু'হাত বাড়াই
তুমি যদি চাও, নিজেকে হারাই।
তুমি যদি চাও মানুষের ভিড়ে
কাঁধে মাথা রাখি আদর কুড়োই।
তুমি যদি চাও, দু'হাত বাড়াই
তুমি যদি চাও, নিজেকে হারাই।

যেমন ইচ্ছে আমাকে সাজাও
এটুকু আঁধার আলো করে দাও,
ভালোবাসা দিয়ে, ভালোবাসা বাঁধি
তোমার জন্যে, তুমি যদি চাও।

Piya ghar aayo mora
Piya ghar aayo mora..

যেমন ইচ্ছে আমাকে সাজাও
এটুকু আঁধার আলো করে দাও,
ভালোবাসা দিয়ে, ভালোবাসা বাঁধি
তোমার জন্যে, তুমি যদি চাও।

তুমি যদি চাও, পদ্য বানাই
তুমি যদি চাও, স্বপ্ন আনাই,
তুমি যদি চাও হাতে হাত রাখি
পাশাপাশি হাঁটি একসাথে গাই।
তুমি যদি চাও, দু'হাত বাড়াই
তুমি যদি চাও, নিজেকে হারাই।


Post a Comment

3 Comments