Ay Na Aro Kache - Raj Barman Lyrics
Ay Na Aro Kache Song Lyrics |
Singer | Raj Barman |
Music | Savvy |
Song Writer | Dipangshu Acharya |
Ay Na Aro Kache Lyrics In Bengali :
তোকে এঁকেছি দু'পলকেআয় না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই।
মনে, রেখেছি কি গোপনে
আয়না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই।
আমি তোর আদোরে আজ
হবো একলা মহারাজ,
তোকে মাখবো নিরালায়, সারা গায়
তোকে এঁকেছি দু'পলকে
আয় না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই।
বারণ ভুলে সব, আরও কাছে আয়
আড়াল ভেঙে দিয়েছি, ঠোঁটের ইশারায়।
আমি তোর আদোরে আজ
হবো একলা মহারাজ,
তোকে মাখবো নিরালায়, সারা গায়
তোকে এঁকেছি দু'পলকে
আয় না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই।
তুলোর মতো তুই, ফুলের মতো লাল
বুকের মাঝে এইরকম থাকিস চিরকাল।
আমি তোর আদোরে আজ
হবো একলা মহারাজ,
তোকে মাখবো নিরালায়, সারা গায়
তোকে এঁকেছি দু'পলকে
আয় না আরও কাছে তুই
ভালোবেসে তোকে ছুঁই।
Ay Na Aro Kache Lyrics In Bengali with English Translation :
I got you two palletsতোকে এঁকেছি দু'পলকে
You do not get any closer
আয় না আরও কাছে তুই
Touch you in love
ভালোবেসে তোকে ছুঁই।
Remember, what I kept secret
মনে, রেখেছি কি গোপনে
The mirror is closer to you
আয়না আরও কাছে তুই
Touch you in love
ভালোবেসে তোকে ছুঁই।
I'm at your side today
আমি তোর আদোরে আজ
Be the lone king,
হবো একলা মহারাজ,
Makhbo Niralai, you sing
তোকে মাখবো নিরালায়, সারা গায়
I got you two pallets
তোকে এঁকেছি দু'পলকে
You do not get any closer
আয় না আরও কাছে তুই
Touch you in love
ভালোবেসে তোকে ছুঁই।
Forget the ban, come closer
বারণ ভুলে সব, আরও কাছে আয়
I broke the conceal, with the hint of a lip.
আড়াল ভেঙে দিয়েছি, ঠোঁটের ইশারায়।
I'm at your side today
আমি তোর আদোরে আজ
Be the lone king,
হবো একলা মহারাজ,
Makhbo Niralai, you sing
তোকে মাখবো নিরালায়, সারা গায়
I got you two pallets
তোকে এঁকেছি দু'পলকে
You do not get any closer
আয় না আরও কাছে তুই
Touch you in love
ভালোবেসে তোকে ছুঁই।
You are like cotton, red as a flower
তুলোর মতো তুই, ফুলের মতো লাল
I will stay like this in the chest forever.
বুকের মাঝে এইরকম থাকিস চিরকাল।
I'm at your side today
আমি তোর আদোরে আজ
Be the lone king,
হবো একলা মহারাজ,
Makhbo Niralai, you sing
তোকে মাখবো নিরালায়, সারা গায়
I got you two pallets
তোকে এঁকেছি দু'পলকে
You do not get any closer
আয় না আরও কাছে তুই
Touch you in love
ভালোবেসে তোকে ছুঁই।
0 Comments