Hridoy Jurey Lyrics (হৃদয় জুড়ে) in Bengali | Imran & Bristy Lyrics

Hridoy Jurey - Imran & Bristy Lyrics

Hridoy Jurey Lyrics

Hridoy Jurey Lyrics 


Singer Imran & Bristy
Music Imran mahmudul
Song Writer Robiul Islam Jibon

Hridoy Jurey Lyrics (হৃদয় জুড়ে) in Bengali

এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।

দিনের সূচনা তুমি রাতের জোছনা তুমি
তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,
এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা।

তোমারি ছবি ভাসে, মনেরই চারদিকে
চেয়ে চেয়ে থাকি আমি, ভুলে যাই পৃথিবিকে।
দিনের সূচনা তুমি রাতের জোছনা তুমি
তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,
এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা
তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।

যখনই কাছে আসা, হয়ে যাই দিসেহারা
প্রিয় প্রিয় গল্পে আমার, কেউ নেই তুমি ছাড়া।
দিনের সুচনা তুমি রাতের জোছনা তুমি
তোমায় নিয়ে সাজাই আমার যত কল্পনা,
এই হৃদয় জুড়ে শুধু তুমি এক জনা
তোমারি প্রেমে আমি হয়েছি আনমনা।



Post a Comment

0 Comments